
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির স্টিং ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই স্টিং ভিডিও নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ শাহজাহান। মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। সেখানেই তিনি বলেন, ফেক নয়, অরিজিনাল ভিডিও।
চলতি বছরের ৫ জানুয়ারি রেশ দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীরা তদন্তকারী অফিসারদের উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে গ্রেপ্তার হয় শেখ শাহাজাহান। লোকসভা ভোটের আবহে এরপরই উঠে আসে স্টিং ভিডিও। সেখানে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালির অভিযোগ সাজানো। ভিডিও সত্যতা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছে বঙ্গ বিজেপি। খোদ গঙ্গাধরও পরে একে ফেক বলে দাবি করেন। তবে শেখ শাহজাহানের এদিনের মন্তব্য ফের নতুন করে বিতর্ক তৈরি করল তা বলাই বাহুল্য।